Monday, December 24, 2018

অনলাইন ওয়েবসাইটের থেকে JDC/JDC রেজাল্ট দেখার উপায়ঃ


অনলাইন রেজাল্ট
সার্ভার-১ দিয়ে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে Get Result বাটনে চাপ দিতে হবেঃ
* Examination (JSC/JDC সিলেক্ট করুণ)
* Year (২০১৮ সিলেক্ট করুণ)
* Board (বোর্ডের নাম সিলেক্ট করুণ)
* Result Type (রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে Individual Result সিলেক্ট করুণ)
* Roll (রোল নাম্বার লিখুন)
* Registration (এটা বাধ্যতামূলক নয়, চাইলে নাও দিতে পারেন)
* Security Key (নিচের বক্সে আপনি Security Key এর পাশে আঁকানো ইংরেজি বাঁকানো শব্দটি লিখবেন। শব্দটি পড়তে সমস্যা হলে Reload বাটনে চাপ দিলে নতুন শব্দ আসবে)
* সব বসানো শেষ হলে Get Result বাটনে চাপ দিলে রেজাল্ট চলে আসবে।
সার্ভার-২ দিয়ে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে Submit বাটনে চাপ দিতে হবেঃ
* Examination (JSC/JDC সিলেক্ট করুণ)
* Year (২০১৮ সিলেক্ট করুণ)
* Board (বোর্ডের নাম সিলেক্ট করুণ)
* Roll (রোল নাম্বার লিখুন)
* Reg. No (এখানে রেজিস্ট্রেশান নাম্বার লিখবেন)
* সবশেষ ঘরে পাশে থাকা ছোট্ট অংকটির ফলাফল লিখবেন (যেমনঃ 7+2 ফাঁকা ঘরে 7 ও 2 এর যোগফল, অর্থাৎ শুধু 7 লিখবেন)
* সব বসানো শেষ হলে Submit বাটনে চাপ চাপ দিলে রেজাল্ট চলে আসবে।
SMS রেজাল্ট
SMS ব্যাবহার করে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে সেন্ড (SEND) করতে হবেঃ
* পরীক্ষার নাম ( JSC হলে JSC, JDC হলে JDC লিখবেন)
* বোর্ডের নাম (১ম ৩ টি বর্ণ লিখবন, যেমনঃ Dhaka বোর্ড হলে DHA, চট্টগ্রাম হলে CHI)
* রোল নাম্বার
* পরীক্ষার সাল (২০১৮)
তারপর SMS সেন্ড করুণ (চার্জ ২ টাকা ৪৪ পয়সা), ফিরতি মেসেজে রেজাল্ট পাবেন।

DPE রেজাল্ট জানতে: 
টাইপ করুন DPE<স্পেস>স্টুডেন্ট আইডি এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে। 
উদাহরণ: DPE 123456 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে
EBT রেজাল্ট জানতে: 
টাইপ করুন EBT<স্পেস>স্টুডেন্ট আইডি এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: EBT 123456 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে
*প্রতি SMS চার্জ হবে ৳ ২.৪৪

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ীর ফল।
ফল জানা যাবে যেভাবে
===============
জেএসসি-জেডিসি : জেএসসি-জেডিসি ফল জানা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd
http://result.dpe.gov.bd

Information collected.
Thanks



No comments:

Post a Comment

সমাপনী ও জেএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ আজ যে কোন সিম থেকে 16222 নাম্বারে SMS করেই এখন জেনে নিতে পারবেন পরীক্ষার রেজাল্ট।

# সমাপনী  ও  # জেএসসি  পরিক্ষার ফলাফল প্রকাশ আজ.... এবার JSC/JDC/DPE/EBT রেজাল্ট চলে আসবে আপনার ফোনে! যে কোন সিম থেকে 16222 নাম্বারে S...