Monday, December 24, 2018

সমাপনী ও জেএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ আজ যে কোন সিম থেকে 16222 নাম্বারে SMS করেই এখন জেনে নিতে পারবেন পরীক্ষার রেজাল্ট।


#সমাপনী ও #জেএসসি পরিক্ষার
ফলাফল প্রকাশ আজ....
এবার JSC/JDC/DPE/EBT রেজাল্ট চলে আসবে আপনার ফোনে! যে কোন সিম থেকে 16222 নাম্বারে SMS করেই এখন জেনে নিতে পারবেন পরীক্ষার রেজাল্ট।
সাফল্যের দিকে পথচলা চলুক অবিরাম!
JSC রেজাল্ট জানতে:
টাইপ করুন JSC<স্পেস>বোর্ডের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল<স্পেস>2018 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: JSC DHA 123456 2018 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে
JDC রেজাল্ট জানতে:
টাইপ করুন JDC<স্পেস>MAD<স্পেস>রোল<স্পেস>2018 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: JDC MAD 123456 2018 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে
DPE রেজাল্ট জানতে:
টাইপ করুন DPE<স্পেস>স্টুডেন্ট আইডি এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: DPE 123456 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে
EBT রেজাল্ট জানতে:
টাইপ করুন EBT<স্পেস>স্টুডেন্ট আইডি এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: EBT 123456 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে
*প্রতি SMS চার্জ হবে ৳ ২.৪৪
*পরীক্ষার ফলাফল
সমাপনী রেজাল্ট দেখবেন DPE দিয়ে.... । সবগুলোই দুপুর ২ টায় মোবাইলে পাবেন। সার্ভার অনেক স্লো কাজ করতে পারে।


Information collected.
Thanks

অনলাইন ওয়েবসাইটের থেকে JDC/JDC রেজাল্ট দেখার উপায়ঃ


অনলাইন রেজাল্ট
সার্ভার-১ দিয়ে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে Get Result বাটনে চাপ দিতে হবেঃ
* Examination (JSC/JDC সিলেক্ট করুণ)
* Year (২০১৮ সিলেক্ট করুণ)
* Board (বোর্ডের নাম সিলেক্ট করুণ)
* Result Type (রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে Individual Result সিলেক্ট করুণ)
* Roll (রোল নাম্বার লিখুন)
* Registration (এটা বাধ্যতামূলক নয়, চাইলে নাও দিতে পারেন)
* Security Key (নিচের বক্সে আপনি Security Key এর পাশে আঁকানো ইংরেজি বাঁকানো শব্দটি লিখবেন। শব্দটি পড়তে সমস্যা হলে Reload বাটনে চাপ দিলে নতুন শব্দ আসবে)
* সব বসানো শেষ হলে Get Result বাটনে চাপ দিলে রেজাল্ট চলে আসবে।
সার্ভার-২ দিয়ে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে Submit বাটনে চাপ দিতে হবেঃ
* Examination (JSC/JDC সিলেক্ট করুণ)
* Year (২০১৮ সিলেক্ট করুণ)
* Board (বোর্ডের নাম সিলেক্ট করুণ)
* Roll (রোল নাম্বার লিখুন)
* Reg. No (এখানে রেজিস্ট্রেশান নাম্বার লিখবেন)
* সবশেষ ঘরে পাশে থাকা ছোট্ট অংকটির ফলাফল লিখবেন (যেমনঃ 7+2 ফাঁকা ঘরে 7 ও 2 এর যোগফল, অর্থাৎ শুধু 7 লিখবেন)
* সব বসানো শেষ হলে Submit বাটনে চাপ চাপ দিলে রেজাল্ট চলে আসবে।
SMS রেজাল্ট
SMS ব্যাবহার করে রেজাল্ট দেখতে চাইলে নিচের তথ্যগুলো পূরণ করে সেন্ড (SEND) করতে হবেঃ
* পরীক্ষার নাম ( JSC হলে JSC, JDC হলে JDC লিখবেন)
* বোর্ডের নাম (১ম ৩ টি বর্ণ লিখবন, যেমনঃ Dhaka বোর্ড হলে DHA, চট্টগ্রাম হলে CHI)
* রোল নাম্বার
* পরীক্ষার সাল (২০১৮)
তারপর SMS সেন্ড করুণ (চার্জ ২ টাকা ৪৪ পয়সা), ফিরতি মেসেজে রেজাল্ট পাবেন।

DPE রেজাল্ট জানতে: 
টাইপ করুন DPE<স্পেস>স্টুডেন্ট আইডি এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে। 
উদাহরণ: DPE 123456 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে
EBT রেজাল্ট জানতে: 
টাইপ করুন EBT<স্পেস>স্টুডেন্ট আইডি এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণ: EBT 123456 টাইপ করে SMS করুন 16222 নাম্বারে
*প্রতি SMS চার্জ হবে ৳ ২.৪৪

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ীর ফল।
ফল জানা যাবে যেভাবে
===============
জেএসসি-জেডিসি : জেএসসি-জেডিসি ফল জানা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd
http://result.dpe.gov.bd

Information collected.
Thanks



Tuesday, December 4, 2018

দুর্যোগ ব্যবস্থাপনা ও ভলেন্টিয়ারিজম


ভলেন্টিয়ারিজম কি?
উত্তর : যারা একটি নির্দিষ্ট কারণে বিনা পারিশ্রমিকে বা অভাবে অন্যদের জন্য কাজ করে সময় ও সেবা প্রদান করে তারাই ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবক  কাজ সাধারণত  পরহিত এবং স্বার্থহীন কাজ।
জীবনকে মানবিক ভাবে উন্নত করার মানসিকতার মানুষ স্বেচ্ছাসেবক হয়.
আপদ:-
অহেতুক ও ক্ষনস্থায়ী ঝামেলা বা সমস্যাকে আপদ বলে
বিপদ
প্রায় নিশ্চিত বা ব্যাপক ক্ষতি সম্মুখীন হওয়া

দুর্যোগ:-
যে সকল ঘটনা ব্যাপকভাবে মানুষের ক্ষতি সাধন করে এবং যা একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয় তাকে দুর্যোগ বলে
দুর্যোগ দুই প্রকার:- ১ প্রাকৃতিক দুর্যোগ ২ মানবসৃষ্ট দুর্যোগ

প্রাকৃতিক দুর্যোগ:-   যে সকল দুর্যোগ প্রাকৃতিক ভাবে হয়ে থাকে তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে- যেমন:- ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙ্গন, আগ্নেয়গিরি ইত্যাদি
মানবসৃষ্ট দুর্যোগ-  যে সকল মানুষের কারণে হয়ে থাকে তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে যেমন -বালু উত্তোলন, নিয়ম না মেনে বিল্ডিং তৈরি করা, অগ্নিসংযোগ করা, নদীতে বাঁধ নির্মাণ করা

দুর্যোগ ব্যবস্থাপনা-
দুর্যোগ থেকে রক্ষা পেতে বা ক্ষতি কমাতে যে সকল কার্য বা কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দুর্যোগ ব্যবস্থাপনা বলে

১. দুর্যোগ পূর্ববর্তী ব্যবস্থাপনা- দুর্যোগ আসার পূর্বে যে সকল কার্যক্রম ব্যবস্থাপনা গ্রহণ করা হয় তাকে দুর্যোগ পূর্ব ব্যবস্থাপনা বলে
নদী ভাঙ্গন রোধ করা,  নিরাপদ স্থান তৈরি,  ঘূর্ণিঝড় বার্তা প্রধান করা, দুর্যোগ আসার পূর্বে নিরাপদ স্থানে চলে আসা  ইত্যাদি

২. দুর্যোগকালীন ব্যবস্থাপনা-  যে সকল ব্যবস্থা দুর্যোগকালীন সময়ে গ্রহণ করা হয়ে থাকে তাকে দুর্যোগকালীন ব্যবস্থাপনা বলে

যেমন:- নিরাপদ স্থান থেকে বের না হওয়া, ভয় না পাওয়া, আতঙ্কিত না হওয়া, ছোটাছুটি না করা এবং খবর /বার্তা নিয়মিত নেওয়া

৩. দুর্যোগ   পরবর্তী  ব্যবস্থাপনা- কোন দুর্যোগ সংঘটিত হওয়ার পর যত দ্রুত সম্ভব যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয় তাকে দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা বলে

যেমন:- আহত, নিহত ও নিখোঁজদের উদ্ধার, চিকিৎসা ব্যবস্থা এবং হস্তান্তর করা

হস্তান্তর ব্যবস্থাপনা:-
হস্তান্তর ব্যবস্থাপনা  কয়েকটি ধাপে হয়ে থাকে। যেমন:-
১. তথ্য সংগ্রহ:- নাম ও ঠিকানা, পোশাক,  যে কোন চিহ্ন এবং শেষ অবস্থান।

২. চিহ্নিতকরণ:- ব্যক্তি যদি নিহত হয় এবং চেহারা বিকৃত হয় তবে তাকে শক্ত করার জন্য প্রথমে এমন ভাবে ছবি তুলতে হবে এবং তথ্য সংগ্রহ করতে হবে যা দেখে তার পরিচিত কেউ তাকে শনাক্ত করতে পারে। ছবি তোলার সময় প্রথমে তার মুখ এবং পরে তার সম্পন্ন দেহের ছবি নিতে হবে ও কোন কিছু তার দেহ থেকে খোলা যাবে না।

সেই ছবি প্রথমে হস্তান্তর ব্যবস্থাপনা ক্যাম্পের এর কাছাকাছি তথ্য কেন্দ্রের কাছে হস্তান্তর করতে হবে এবং তা যেন জনসাধারণ দেখতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেখান থেকে তথ্য নিয়ে মিলিয়ে তারপর সনাক্তকরণ পদ্ধতিতে যেতে হবে এমন কাউকে নেওয়া যাবে না, যে বিকৃত দেহ দেখে ভয় পেতে পারে।

৩. যাচাইকরণ:- সনাক্তকরণ হলে তারপর তা যাচাই করতে হবে তথ্যদাতা বা শনাক্তকারী কি আসলেই নিহত ব্যক্তির সাথে কি হয়/ সম্পর্ক তা যাচাই করে নিতে হবে। তা যাচাই করার জন্য ওয়ার্ড কাউন্সিলর এর নিকট থেকে অথবা দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সনাক্তকরণ বা পরিচয় পত্র নিয়ে আসতে হবে অথবা  প্রত্যয়ন পত্র  আনতে হবে। এই সকল তথ্য দিতে না পারলে তাকে হস্তান্তর করা যাবে না।


৪. তথ্য সংরক্ষণ:- সকল কিছু সঠিক  থাকলে সকল তথ্য হস্তান্তর পূর্বে একটি লিখিত বা ডাটা এন্ট্রি করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কারণ পরবর্তী সময়ে এই তথ্যভাণ্ডার থেকে জানা যাবে যে কে বা কতজন ব্যক্তি ভিকটিম বা হতাহত হয়েছে। সংরক্ষণ থেকে যেন বাদ না পড়ে এবং তথ্য যেন কোনভাবে ভুল অথবা অলিখিত না থাকে তার জন্য সঠিক তথ্য সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


৫. হস্তান্তর:- হস্তান্তর করার সময় নিহত ব্যক্তির সাথে সরকার কর্তৃক যে অনুদান দেওয়া হয় তা শনাক্তকারী ব্যক্তির নিকট সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে এবং তা ছবি তুলে প্রমাণ রাখতে হবে।

Bangladesh Government and Non Government School Holiday 2019

Bangladesh Government and Non Government School Holiday 2019
বাংলাদেশ সরকার এবং বেসরকারি স্কুল ছুটির ২০১৯
স্কুল পরীক্ষার সময় সূচি -২০১৯

Bangladesh Government School Holiday 2019
বাংলাদেশ সরকার স্কুল ছুটির ২০১৯



সরকারি ছুটি ২০১৯ বাংলাদেশ।


সরকারি ছুটি ২০১৯ বাংলাদেশ। মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়ার পর ০৪ নভেম্বর ২০১৯৮ তারিখে বাংলাদেশ সরকার পাবলিক ছুটির দিন প্রকাশ করেছে। এবং এমওপিএ (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয়) সন্দায় পাবলিক ছুটির দিন প্রকাশ করেছে। গত বছরের ছুটি অনুযায়ী, এই বছর বাংলাদেশ সরকার ছুটির দিন ক্যালেন্ডার ২০১৯



বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের ছুটির দিনগুলি এবং সেই ক্ষেত্রে, সরকারি ছুটির দিনগুলি সরকার এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দ্বারা নির্ধারিত হয়। জাতি একটি বহু সাংস্কৃতিক এবং খুব বৈচিত্র্যময় দেশ হচ্ছে অনেক জাতীয় এবং অন্যান্য ব্যাংক ছুটির দিন। এদের মধ্যে কয়েকটি খুব স্থানীয় এবং তারা নিজ নিজ রাজ্য সরকারের সিদ্ধান্ত নিতে পারে।







বাংলাদেশে বিভিন্ন ধরণের ছুটি ঘোষণা করা হয়। সীমিত ছুটির দিন এবং রাজধানী ছুটির দিন আছে। পরবর্তী ছুটি বাধ্যতামূলক এবং নিতে হবে। বাংলাদেশে অনেক ছুটির দিন রয়েছে যা ছুটি কাটাতে হবে এবং দেশের সকল রাজ্যের দ্বারা পালন করা হয়। নিম্নলিখিত ছুটির তালিকা অনুসরণ করা হয়। এই দিনে ব্যাংক নিশ্চিত করার জন্য বন্ধ করা হয়। অন্যদিকে, তাদের মধ্যে কয়েকটি খুব বাধ্যতামূলক এবং এটি কারো বিশেষাধিকার নয় কারণ এটি ইতিমধ্যে বাংলাদেশে জাতীয় ছুটি। কেন্দ্রীয় সরকারের ছুটির দিনগুলিতে ঈদ উল আজাহ, ঈদ উল ফেটার, শুক্রবার, ক্রিসমাস, দুর্গা পূজা দীপালি ইত্যাদি কিছু কেন্দ্রীয় ছুটির দিন রয়েছে। আপনি কেন্দ্রীয় সরকারের ছুটির কিছু দেখতে চাইলে আপনি জানতে পারেন যে আমরা যে ছুটির তালিকাটি দিয়েছি তা পরিদর্শন করে। কিছু রাজ্যে, সাধারণত আপনি অন্যদের তুলনায় আরো ছুটির দিন খুঁজে পাবেন।



সেইজন্য এখন মোট ছুটির দিন ২২ দিন। ১৪ দিন স্বাভাবিক ছুটির দিন এবং ২২ টি ছুটির দিন থেকেদিন বিশেষ দিন। যেখানে গত বছরের ছুটি ১৮ দিন ছিল। এটি শুক্রবার এবং শনিবারদিন যোগ করা হয়েছে।

List of National Public holidays of Bangladesh in 2019


List of National Public holidays of Bangladesh in 2019


Day


Thursday

Date


February 21

Holiday


Language Martyrs' Day

Comments


International Mother Language Day

Sunday
March 17
Sheikh Mujibur Rahman's
birthday

Father of Nation of Bangladesh

Tuesday
March 26
Independence Day

Declaration of Independence from Pakistan in 1971

Sunday
April 14
Bengali New Year

Festival marking the start of the Bengali year

Sunday
April 21
Shab e-Barat

Night of Records. Celebrated on the 15th Sha'aban

Wednesday
May 01
May Day

International Labour Day

Sunday
May 19
Buddha Purnima

Birth of Buddha. Observed on the day of the full moon in May

Friday
May 31
Jumatul Bidah

Last Friday of the month of Ramadan

Saturday
June 01
Night of Destiny

Celebrated on the 27th day of Ramadan

Wednesday
June 05
Eid ul-Fitr

End of Ramadan

Thursday
June 06
Eid ul-Fitr Holiday

Monday
August 12
Eid ul-Adha

Date varies on Lunar cycle

Tuesday
August 13
Eid ul-Adha Day 2

Date varies on Lunar cycle

Wednesday
August 14
Eid ul-Adha Day 3

Date varies on Lunar cycle

Thursday
August 15
National Mourning Day

Saturday
August 24
Janmashtami

Restricted Holiday. Celebrates the birth of Lord Shri Krishna

Tuesday
September 10
Ashura

1oth day of Muharram

Tuesday
October OB
Durga Puja

Sunday
November 10
Eid e-Milad-un Nabi

Monday
December 16
Victory Day

Commemorates the surrender of the Pakistani army to the Mukti

Bahini

Wednesday
December 25
Christmas Day



Collected by : 
officeholidays.com

সমাপনী ও জেএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ আজ যে কোন সিম থেকে 16222 নাম্বারে SMS করেই এখন জেনে নিতে পারবেন পরীক্ষার রেজাল্ট।

# সমাপনী  ও  # জেএসসি  পরিক্ষার ফলাফল প্রকাশ আজ.... এবার JSC/JDC/DPE/EBT রেজাল্ট চলে আসবে আপনার ফোনে! যে কোন সিম থেকে 16222 নাম্বারে S...